🙏 উপাধি | নাম 🙏
1.গান্ধিজীকে "মহাত্মা" বলেন রবীন্দ্রনাথ ঠাকুর
2.গান্ধীজীকে "জাতীর জনক" বলেন - নেতাজি সুভাষচন্দ্র বসু
3.গান্ধীকে "মিকি মাউস" বলেন - সরােজিনী নাইডু
4.গান্ধীজীকে "অর্ধনগ্ন ফকির" বলেছেন - উইনস্টন চার্চিল
5.রবীন্দ্রনাথ ঠাকুরকে “ বিশ্বকবি ” উপাধি দিয়েছিলেন- পন্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
6.রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন - গান্ধীজি
7.মদন মােহন মালব্যকে "মহামান্য'" উপাধি দিয়েছিলেন - রবীন্দ্রনাথ ঠাকুর
8.বিবেকানন্দকে "স্বামী" উপাধি দেন- ক্ষেত্রীর রাজা অজিত সিং
9.ইন্দিরা গান্ধীকে "প্রিয়দর্শিনী" নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
10.সুরেন্দ্রনাথ ব্যানার্জীকে দেশনায়ক বলেছেন - রবীন্দ্রনাথ ঠাকুর
11.গান্ধিজি "অভয় সাধক" বলতেন - বাবা আমতে কে
12.রামমােহন রায়কে "রাজা" উপাধি দেন - দ্বিতীয় আকবর
13.বল্লভভাই প্যাটেলকে "সর্দার" উপাধি দেন – বরদৌলির কৃষক রমনীরা
14.চিত্তরঞ্জন দাশ কে “ দেশবন্ধু” উপাধি দিয়েছিলেন- বাংলার জনসাধারণ।
15.মুকুন্দরাম চক্রবর্তী কে “ কবিকঙ্কন”উপাধি দিয়েছিলেন- জমিদার রঘুনাথ রায়।
16.ঈশ্বরচন্দ্র কে “বিদ্যাসাগর”উপাধি দিয়েছিলেন- সংস্কৃত কলেজ।
17.জীবনানন্দ দাশ কে “নির্জনতার কবি ” উপাধি কে দিয়েছিলেন- বুদ্ধদেব বসু।
18.ঈশ্বর চন্দ্র গুপ্ত কে “ খাঁটি বাঙ্গালী” উপাধি দিয়েছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
19.কাজী নজরুল ইসলাম কে“ বিদ্রোহী ” উপাধি দিয়েছিলেন- পরিচিতজনরা। (উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা)
20.দেবেন্দ্রনাথ ঠাকুর কে “মহর্ষি” উপাধি দিয়েছিলেন- ব্রাহ্ম সমাজ।
21.ভারত চন্দ্র কে “ রায়গুনাকর ” উপাধি দিয়েছিলেন- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
22.অরবিন্দ ঘােষ কে " Prophet of Nationalism "& "Poet of Patriotism" বলেছেন চিত্তরঞ্জন দাশ
23.প্যারীচাঁদ মিত্র কে “ ডিফেন্স অব বেঙ্গল” উপাধি দিয়েছিলেন- পাদ্রি লঙ।
24.দীনেশ চন্দ্র সেন কে “ রায় বাহাদুর ” উপাধি দিয়েছিলেন- ভারত সরকার।
25.গোবিন্দ দাস কে “ দ্বিতীয় বিদ্যাপতি ” উপাধি দিয়েছিলেন- বৈষ্ণব পদকর্তা বল্লভ দাস ।
26.জিন্নাকে "হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক" বলেছিলেন - সরােজিনী নাইডু
27.জাতীয় কংগ্রেসকে 'তিনদিনের তামাশা"বলেছিলেন – অশ্বিনীকুমার দত্ত
28.সি, এফ, অ্যান্ড্রজ কে"দীনবন্ধু"আখ্যা দিয়েছিলেন – গান্ধীজি
29.বাল গঙ্গাধর তিলক কে "Father of Indian Unrest" বলেন – ভ্যালেন্টাইন চিরল
30.শেখ মুজিবুর রহমানকে “ বঙ্গবন্ধু ”উপাধি দিয়েছিলেন- তোফায়েল আহমেদ।
31.বিহারীলাল চক্রবর্তীকে “ ভোরের পাখি ” উপাধি দিয়েছিলেন- রবীন্দ্রনাথ ঠাকুর।
32.আব্দুল করিম কে “ সাহিত্যবিশারদ ” উপাধি দিয়েছিলেন- চট্টল ধর্মমন্ডলী (১৯০৯)
33.আব্দুল করিম কে “ সাহিত্যসাগর ” উপাধি দিয়েছিলেন- নদীয়ার সাহিত্য সভা (১৯২০)
34.গোলাম মোস্তফা কে কাব্য সুধাকর ” উপাধি দিয়েছিলেন- যশোর সাহিত্য পরিষদ।
35.সুফিয়া কামাল কে “ জননীসাহসিকা ” উপাধি দিয়েছিলেন- বাংলার মানুষ।
36.ফয়জুন্নেসা কে ” নওয়াব ”উপাধি কে দিয়েছিলেন- ব্রিটিশ সরকার।
37.সমুদ্রগুপ্তকে ভারতের নেপােলিয়ন বলেছেন - ভিনসেন স্মিথ
38.হর্ষবর্ধন কে 'সকলােত্তরপথনাথ' উপাধি দেন - দ্বিতীয় পুলকেশী
39.মহম্মদ বিন তুঘলক কে PRINCE OF MONEY বলেছেন- এডওয়ার্ড থমাস
40.মালাধর বসুকে "গুনরাজ খাঁ" উপাধি- দেন বরবক শাহ ।
41. নেতাজীকে "দেশনায়ক"' সম্মোধন করেছিলেন- রবীন্দ্রনাথ
42. সুভাষচন্দ্র বসুকে "নেতাজী" আখ্যায় ভূষিত করেছিলেন- আজাদ্ হিন্দ্ সেনাবাহিনীর সৈনিকরা।
43.নেতাজী সুভাষচন্দ্র বসুকে "দেশপ্রেমিকদের দেশপ্রেমিক"(Patriot of patriots) উপাধিতে ভূষিত করেছিলেন- গান্ধীজি
44. শিবাজী কে "রাজা" উপাধি দিয়ে ছিলেন- ঔরঙ্গজেব
45.তিলককে "লোকমান্য" উপাধি দেওয়া হয়েছিল- হোমরুল আন্দোলনের সময়।
46.জাহাঙ্গীরকে ইংলিশখান’ উপাধি দিয়েছিলেন -স্যার উইলিয়াম হকিন্স।
47. শেখ মুজিবর রহমান বঙ্গবন্ধুকে"পােয়েট অফ পলিটিক্স" উপাধি দিয়েছে- যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন নিউজউইক।
48.রবীন্দ্রনাথ ঠাকুরকে "ভারতের মহাকবি" উপাধিতে ভূষিত করেন-চীনা কবি চি-সি-লিজন।
49.রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু" উপাধিতে ভূষিত করেন - ক্ষিতিমোহন সেন।
50.রবীন্দ্রনাথকে "নাইট" উপাধি দিয়ে ছিলো - ব্রিটিশ সরকার-1915 ( যা তিনি ত্যাগ করেন 1919)।