Welcome to 'featurecoding' computer and any job exam crack tutorial site. If you're new to computers or just want to update your skills, you've come to the right place. All the courses are aimed at complete beginners, so you don't need experience to get started.

       🙏 উপাধি | নাম 🙏


🚩1.গান্ধিজীকে "মহাত্মা" বলেন রবীন্দ্রনাথ ঠাকুর

🚩2.গান্ধীজীকে "জাতীর জনক" বলেন - নেতাজি সুভাষচন্দ্র বসু 

🚩3.গান্ধীকে "মিকি মাউস" বলেন - সরােজিনী নাইডু

🚩4.গান্ধীজীকে "অর্ধনগ্ন ফকির" বলেছেন - উইনস্টন চার্চিল

🚩5.রবীন্দ্রনাথ ঠাকুরকে “ বিশ্বকবি ” উপাধি দিয়েছিলেন- পন্ডিত রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

🚩6.রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন - গান্ধীজি

🚩7.মদন মােহন মালব্যকে "মহামান্য'" উপাধি দিয়েছিলেন - রবীন্দ্রনাথ ঠাকুর

🚩8.বিবেকানন্দকে "স্বামী" উপাধি দেন- ক্ষেত্রীর রাজা অজিত সিং

🚩9.ইন্দিরা গান্ধীকে "প্রিয়দর্শিনী" নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর

🚩10.সুরেন্দ্রনাথ ব্যানার্জীকে দেশনায়ক বলেছেন - রবীন্দ্রনাথ ঠাকুর

🚩11.গান্ধিজি "অভয় সাধক" বলতেন - বাবা আমতে কে

🚩12.রামমােহন রায়কে "রাজা" উপাধি দেন - দ্বিতীয় আকবর

🚩13.বল্লভভাই প্যাটেলকে "সর্দার" উপাধি দেন – বরদৌলির কৃষক রমনীরা

🚩14.চিত্তরঞ্জন দাশ কে “ দেশবন্ধু” উপাধি দিয়েছিলেন- বাংলার জনসাধারণ।

🚩15.মুকুন্দরাম চক্রবর্তী কে “ কবিকঙ্কন”উপাধি দিয়েছিলেন- জমিদার রঘুনাথ রায়।

🚩16.ঈশ্বরচন্দ্র কে “বিদ্যাসাগর”উপাধি দিয়েছিলেন- সংস্কৃত কলেজ।

🚩17.জীবনানন্দ দাশ কে “নির্জনতার কবি ” উপাধি কে দিয়েছিলেন- বুদ্ধদেব বসু।

🚩18.ঈশ্বর চন্দ্র গুপ্ত কে “ খাঁটি বাঙ্গালী” উপাধি দিয়েছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

🚩19.কাজী নজরুল ইসলাম কে“ বিদ্রোহী ” উপাধি দিয়েছিলেন- পরিচিতজনরা। (উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা)

🚩20.দেবেন্দ্রনাথ ঠাকুর কে “মহর্ষি” উপাধি দিয়েছিলেন- ব্রাহ্ম সমাজ।

🚩21.ভারত চন্দ্র কে “ রায়গুনাকর ” উপাধি দিয়েছিলেন- নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

🚩22.অরবিন্দ ঘােষ কে " Prophet of Nationalism "& "Poet of Patriotism" বলেছেন চিত্তরঞ্জন দাশ

🚩23.প্যারীচাঁদ মিত্র কে “ ডিফেন্স অব বেঙ্গল” উপাধি  দিয়েছিলেন- পাদ্রি লঙ।

🚩24.দীনেশ চন্দ্র সেন কে “ রায় বাহাদুর ” উপাধি দিয়েছিলেন- ভারত সরকার।

🚩25.গোবিন্দ দাস কে “ দ্বিতীয় বিদ্যাপতি ” উপাধি দিয়েছিলেন- বৈষ্ণব পদকর্তা বল্লভ দাস ।

🚩26.জিন্নাকে "হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক" বলেছিলেন - সরােজিনী নাইডু

🚩27.জাতীয় কংগ্রেসকে 'তিনদিনের তামাশা"বলেছিলেন – অশ্বিনীকুমার দত্ত

🚩28.সি, এফ, অ্যান্ড্রজ কে"দীনবন্ধু"আখ্যা দিয়েছিলেন – গান্ধীজি

🚩29.বাল গঙ্গাধর তিলক কে "Father of Indian Unrest" বলেন – ভ্যালেন্টাইন চিরল

🚩 30.শেখ মুজিবুর রহমানকে “ বঙ্গবন্ধু ”উপাধি দিয়েছিলেন- তোফায়েল আহমেদ।

🚩31.বিহারীলাল চক্রবর্তীকে “ ভোরের পাখি ” উপাধি দিয়েছিলেন- রবীন্দ্রনাথ ঠাকুর।

🚩32.আব্দুল করিম কে “ সাহিত্যবিশারদ ” উপাধি দিয়েছিলেন- চট্টল ধর্মমন্ডলী (১৯০৯)

🚩33.আব্দুল করিম কে “ সাহিত্যসাগর ” উপাধি দিয়েছিলেন- নদীয়ার সাহিত্য সভা (১৯২০)

🚩34.গোলাম মোস্তফা কে কাব্য সুধাকর ” উপাধি দিয়েছিলেন- যশোর সাহিত্য পরিষদ।

🚩35.সুফিয়া কামাল কে “ জননীসাহসিকা ” উপাধি দিয়েছিলেন- বাংলার মানুষ।

🚩36.ফয়জুন্নেসা কে ” নওয়াব ”উপাধি কে দিয়েছিলেন- ব্রিটিশ সরকার।

🚩37.সমুদ্রগুপ্তকে ভারতের নেপােলিয়ন বলেছেন - ভিনসেন স্মিথ

🚩38.হর্ষবর্ধন কে 'সকলােত্তরপথনাথ' উপাধি দেন - দ্বিতীয় পুলকেশী

🚩39.মহম্মদ বিন তুঘলক কে PRINCE OF MONEY বলেছেন- এডওয়ার্ড থমাস

🚩40.মালাধর বসুকে "গুনরাজ খাঁ" উপাধি- দেন বরবক শাহ ।

🚩41. নেতাজীকে "দেশনায়ক"' সম্মোধন করেছিলেন- রবীন্দ্রনাথ

🚩42. সুভাষচন্দ্র বসুকে "নেতাজী" আখ্যায় ভূষিত করেছিলেন- আজাদ্ হিন্দ্ সেনাবাহিনীর সৈনিকরা।

🚩43.নেতাজী সুভাষচন্দ্র বসুকে "দেশপ্রেমিকদের দেশপ্রেমিক"(Patriot of patriots) উপাধিতে ভূষিত করেছিলেন- গান্ধীজি


🚩44. শিবাজী কে "রাজা" উপাধি দিয়ে ছিলেন- ঔরঙ্গজেব

🚩45.তিলককে "লোকমান্য" উপাধি দেওয়া হয়েছিল- হোমরুল আন্দোলনের সময়।

🚩46.জাহাঙ্গীরকে ইংলিশখান’ উপাধি দিয়েছিলেন -স্যার উইলিয়াম হকিন্স।

🚩47. শেখ মুজিবর রহমান বঙ্গবন্ধুকে"পােয়েট অফ পলিটিক্স" উপাধি দিয়েছে- যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন নিউজউইক।

🚩48.রবীন্দ্রনাথ ঠাকুরকে "ভারতের মহাকবি" উপাধিতে ভূষিত করেন-চীনা কবি চি-সি-লিজন।

🚩49.রবীন্দ্রনাথ ঠাকুরকে 'কবিগুরু" উপাধিতে ভূষিত করেন - ক্ষিতিমোহন সেন।

🚩50.রবীন্দ্রনাথকে "নাইট" উপাধি দিয়ে ছিলো - ব্রিটিশ সরকার-1915 ( যা তিনি ত্যাগ করেন 1919)।

🙏👍

Computer Trick Videos

Random Posts

Translate

Contact Form

Name

Email *

Message *