ভারতের প্রথম পুরুষ(The first man in India)
•স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি-ড. রাজেন্দ্রপ্রসাদ (কার্যকাল :1950-1962)।
•স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি—সর্বপল্লি রাধাকৃষ্ণণ (1952-1962)।
•স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী-জওহরলাল নেহরু (1947-1964)।
•ভারতের গভর্নর জেনারেল (ব্রিটিশ ভারতে)-উইলিয়াম বেন্টিঙ্ক (1833-35)।
•স্বাধীন ভারতে প্রথম বিদেশি গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন (1947-1948)।
•স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল-চক্রবর্তী রাজাগােপালাচারী (জুন 1948 থেকে
জানুয়ারি 1950)।
•ভাইসরয়-লর্ড ক্যানিং (1858-1862)।
•স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি-হীরালাল জে কানিয়া (26.01.1950-6.11.1951)I
• লােকসভার অধ্যক্ষ-গণেশ বাসুদেও মভলঙ্কর (1952-1957)।
•স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার-সুকুমার সেন (1950-1958)।
•স্বাধীন ভারতের প্রথম স্থল সেনাপ্রধান—মহারাজ রাজেন্দ্র সিংজি (01.04.1955-14.05.1955)|
• স্বাধীন ভারতের প্রথম বায়ু সেনাপ্রধান-সুব্রত মুখােপাধ্যায় (1954-1960)।
•স্বাধীন ভারতের প্রথম নৌবাহিনীর সেনাপ্রধান—রামদাস কাটারি (1958-1962)।
•স্বাধীন ভারতের প্রথম ফিল্ড মার্শাল-জে মানেকশ (1973)। দ্বিতীয় কেএম কারিয়াপ্পা (1986)।
•ব্রিটিশ পার্লামেন্টের সদস্য-দাদাভাই নৌরজি (1862)।
•সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি-আর বেঙ্কটরামন (76 বছর 7 মাস 21 দিন বয়সে)।
•সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি-নীলম সঞ্জীব রেডিড (64 বছর বয়সে)।
•সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্ট্রপতি-ড. জাকির হুসেন (13.05.67-03.05.69)।
•সবচেয়ে বেশিদিন পদে থাকা উপরাষ্ট্রপতি—এস. রাধাকৃষ্ণাণ (10 বছর)।
•প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি-এস রাধাকৃষ্ণণ (1962-1967) ।
•আমৃত্যু রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন-জাকির হুসেন (1967-1969)।
•প্রথম দলিত রাষ্ট্রপতি-কে আর নারায়ণন (1997-2002)।
•সবচেয়ে কমদিন পদে থাকা উপরাষ্ট্রপতি-ভি. ভি. গিরি (2 বছর)।
•সবচেয়ে বয়স্ক উপরাষ্ট্রপতি—আর বেঙ্কটরামন (73 বছর বয়সে)।
•প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগ করেন-মােরারজি দেশাই (1979)। /
•প্রধানমন্ত্রী, যিনি একদিনও সংসদে যান নি-চৌধুরী চরণ সিং (28.07.79-14.01.80) ।
•কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (40 বছর বয়সে)।
•প্রবীণতম প্রধানমন্ত্রী-মােরারজি দেশাই (৪1 বছর বয়সে)।
• বিদেশে পরলােক গমন করেন যে প্রধানমন্ত্রী-লাল বাহাদুর শাস্ত্রী (তাসখণ্ড, রাশিয়ায় প্রয়াত হন
( 1.01.66)I
( 1.01.66)I
• প্রথম অর্থমন্ত্রী হিসেবে পরপর তিন বছর বাজেট পেশ করেছেন-মনমােহন সিং (1993,1994, 1995)