Welcome to 'featurecoding' computer and any job exam crack tutorial site. If you're new to computers or just want to update your skills, you've come to the right place. All the courses are aimed at complete beginners, so you don't need experience to get started.

 ভারতের প্রথম পুরুষ(The first man in India)

স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি-ড. রাজেন্দ্রপ্রসাদ (কার্যকাল :1950-1962)।

স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি—সর্বপল্লি রাধাকৃষ্ণণ (1952-1962)।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী-জওহরলাল নেহরু (1947-1964)।

ভারতের গভর্নর জেনারেল (ব্রিটিশ ভারতে)-উইলিয়াম বেন্টিঙ্ক (1833-35)।

স্বাধীন ভারতে প্রথম বিদেশি গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন (1947-1948)।

স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল-চক্রবর্তী রাজাগােপালাচারী (জুন 1948 থেকে 
জানুয়ারি 1950)।

ভাইসরয়-লর্ড ক্যানিং (1858-1862)।

স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি-হীরালাল জে কানিয়া (26.01.1950-6.11.1951)I

 লােকসভার অধ্যক্ষ-গণেশ বাসুদেও মভলঙ্কর (1952-1957)।

স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার-সুকুমার সেন (1950-1958)।

স্বাধীন ভারতের প্রথম স্থল সেনাপ্রধান—মহারাজ রাজেন্দ্র সিংজি (01.04.1955-14.05.1955)|

• স্বাধীন ভারতের প্রথম বায়ু সেনাপ্রধান-সুব্রত মুখােপাধ্যায় (1954-1960)।

স্বাধীন ভারতের প্রথম নৌবাহিনীর সেনাপ্রধান—রামদাস কাটারি (1958-1962)।

স্বাধীন ভারতের প্রথম ফিল্ড মার্শাল-জে মানেকশ (1973)। দ্বিতীয় কেএম কারিয়াপ্পা (1986)।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্য-দাদাভাই নৌরজি (1862)।

সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি-আর বেঙ্কটরামন (76 বছর 7 মাস 21 দিন বয়সে)।

সবচেয়ে কনিষ্ঠ রাষ্ট্রপতি-নীলম সঞ্জীব রেডিড (64 বছর বয়সে)।

সবচেয়ে কম সময় পদে থাকা রাষ্ট্রপতি-ড. জাকির হুসেন (13.05.67-03.05.69)।

সবচেয়ে বেশিদিন পদে থাকা উপরাষ্ট্রপতি—এস. রাধাকৃষ্ণাণ (10 বছর)।

প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি-এস রাধাকৃষ্ণণ (1962-1967) ।

আমৃত্যু রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন-জাকির হুসেন (1967-1969)।

প্রথম দলিত রাষ্ট্রপতি-কে আর নারায়ণন (1997-2002)।

সবচেয়ে কমদিন পদে থাকা উপরাষ্ট্রপতি-ভি. ভি. গিরি (2 বছর)।

সবচেয়ে বয়স্ক উপরাষ্ট্রপতি—আর বেঙ্কটরামন (73 বছর বয়সে)।

প্রধানমন্ত্রী, যিনি পদত্যাগ করেন-মােরারজি দেশাই (1979)। /

প্রধানমন্ত্রী, যিনি একদিনও সংসদে যান নি-চৌধুরী চরণ সিং (28.07.79-14.01.80) ।

কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (40 বছর বয়সে)।

প্রবীণতম প্রধানমন্ত্রী-মােরারজি দেশাই (৪1 বছর বয়সে)।

• বিদেশে পরলােক গমন করেন যে প্রধানমন্ত্রী-লাল বাহাদুর শাস্ত্রী (তাসখণ্ড, রাশিয়ায় প্রয়াত হন
( 1.01.66)I

• প্রথম অর্থমন্ত্রী হিসেবে পরপর তিন বছর বাজেট পেশ করেছেন-মনমােহন সিং (1993,1994, 1995)

Comments

Computer Trick Videos

Random Posts

Translate

Contact Form

Name

Email *

Message *