Welcome to 'featurecoding' computer and any job exam crack tutorial site. If you're new to computers or just want to update your skills, you've come to the right place. All the courses are aimed at complete beginners, so you don't need experience to get started.

 ভারত

1.🇮🇳   ★ ভারতের আয়তন 32,87,263বর্গ কিলোমিটার।

2.🇮🇳 ★ভারতের উত্তর-দক্ষিণে বিস্তার 3214 কিমি।

3.🇮🇳 ★ভারতের পূর্ব-পশ্চিমে বিস্তার- 2933 কিমি।

4.🇮🇳★আয়তন অনুসারে ভারত পৃথিবীতে সপ্তম স্থান অধিকার করে।
    1. রাশিয়া 17,098,242 
    2. কানাডা 9,984,670 
    3.আমেরিকা 9,826,675 
    4.চীন 9,596,961 
    5.ব্রাজিল 8,514,877 
    6.অস্ট্রেলিয়া 7,741,220

5.🇮🇳★ভারত জনসংখ্যা অনুসারে পৃথিবীতে দ্বিতীয় স্থান(চীন) অধিকার করে।

6.🇮🇳★ভারতের অক্ষাংশ 8°4'-37°6' উত্তর( অক্ষাংশ অনুসারে উত্তর গোলার্ধে)।

7.🇮🇳★ভারতের দ্রাঘিমাংশ 68°7'-97°25'পূর্ব ( দ্রাঘিমা অনুসারে পূর্ব গোলার্ধে)।

8.🇮🇳 ★ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কোল (লাদাখ)।
[পাক অধিকৃত কাশ্মীর সহ -- কিলিক পাস, গিলগিট/বাল্টিস্তান, লাদাখ]

9.🇮🇳 ★ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)।

10.🇮🇳★ ভারতের পশ্চিমতম বিন্দু গুহার মোতি, স্যার খাঁড়ি (গুজরাট)।

11.🇮🇳★ ভারতের পূর্বতম বিন্দু কিবিথু (অরুণাচল প্রদেশ)।
[সাম্প্রতিক তথ্য অনুসারে -- ডং, অরুণাচল প্রদেশ]

12.🇮🇳★ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী (তামিলনাড়ু)।

13.🇮🇳★ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হিসাবে ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যেকার 
সময়ের পার্থক্য 1ঘঃ 57মিঃ12সেঃ প্রায় 2ঘন্টা।

14.🇮🇳★কর্কটক্রান্তি রেখা(23 ডিগ্রি 30 মিনিট) যে 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে-1.গুজরাট,2.রাজস্থান,3.মধ্যপ্রদেশ,4.ছত্তিশগড়,5.ঝাড়খণ্ড,6.পশ্চিমবঙ্গ,7.ত্রিপুরা,8.মিজোরাম।

15.🇮🇳★ভারতের জনসংখ্যা 139 কোটি (2021 জনগণনা অনুসারে মহিলা- 662,903,415 জন,  পুরুষ- 717,100,970 জন


👉 আদমশুমারি শুরু করেন লর্ড মেয়োর 1872.

16.🇮🇳আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান34,22,39বর্গ কিলোমিটার ভারতের 10%, ক্ষুদ্রতম রাজ্য-  গোয়া3,702বর্গ কিলোমিটার।

17.🇮🇳 ভারতে জনবহুল রাজ্য- উত্তরপ্রদেশ-19,98,12,341জনজনবিরল-  সিকিম-6,10,577জন(2011জনগণনা অনুযায়ী)।

18.🇮🇳 ভারতের স্থলসীমার মোট দৈর্ঘ্য- 15200 কিমি,উপকূলের দৈর্ঘ্য - 7517 কিমি।

19.🇮🇳ভারতের 9টি প্রতিবেশী দেশ 
    1.পাকিস্তান 
    2.আফগানিস্থান 
    3.চীন 
    4.নেপাল 
    5.ভুটান 
    6.বাংলাদেশ 
    7.মায়ানমার, 
    8.মালদ্বীপ 
    9.শ্রীলঙ্কা।

20.🇮🇳ভারতের বেশি প্রতিবেশী দেশ স্পর্শকারী রাজ্য- 4টি 1.পশ্চিমবঙ্গ 2.অরুণাচল প্রদেশ 3.জম্মু-কাশ্মীর, 
4.সিকিম।

21.🇮🇳সীমারেখা- ভারত ও পাকিস্তানের - রাডক্লিফ লাইন।

ভারত ও চিনের - ম্যাকমোহন লাইন।ভারত ও বাংলাদেশের- রাডক্লিফ লাইন((এটার উত্তর সন্তোষজনক না হলে অন্য কমেন্টস ফলো করুন উত্তর দেওয়া আছে, বর্তমানে একজন ভূগোলের শিক্ষিকার থেকে নেওয়া 
তথ্য, ধন্যবাদ)।

22.🇮🇳পক প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে।

23.🇮🇳 প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি।

24.🇮🇳1991সালে 69তম সংবিধান সংশোধন করে দিল্লিকে 'জাতীয় রাজধানী অঞ্চল' রূপে ঘোষণা করা হয়।

25.🇮🇳 আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল- লাদাখ, ক্ষুদ্রতম- লাক্ষাদ্বীপ।

26.🇮🇳★ ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য- সিকিম,610,577 [ 2021 জনগণনা অনুযায়ী ]।

27.🇮🇳★ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ব বিশিষ্ট রাজ্য- বিহার,1102/ বর্গকিমি [ 2011 জনগণনা অনুযায়ী ]।

28.🇮🇳★ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য- অরুণাচল প্রদেশ,17/বর্গকিমি [ 2011 জনগণনা অনুযায়ী ]।

29.🇮🇳ভারতের সাক্ষরতার হার-74.37% পুরুষ-82.37% মহিলা-65.79%(2018)

30.🇮🇳★ভারতের মধ্যে উত্তর প্রদেশ রাজ্য সবথেকে বেশি সীমানা ভাগ করেছে- 9টি                    1.উত্তরাখণ্ড 
    2.হিমাচল প্রদেশ, 
    3.মধ্যপ্রদেশ 
    4.হরিয়ানা 
    5.রাজস্থান 
    6.ছত্রিশগড় 
    7.ঝাড়খন্ড 
    8.বিহার 
    9.দিল্লি

31.🇮🇳 ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের ★জনসংখ্যা সর্বাধিক- দিল্লি,

★সর্বনিম্ন- লাক্ষাদ্বীপ।

32.🇮🇳 ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ- চিন,

★ক্ষুদ্রতম- মালদ্বীপ।

33.🇮🇳 ভারতের লিঙ্গ(মহিলা : পুরুষ) অনুপাত ★সর্বাধিক- কেরালা(1084:1000)

★সর্বনিম্ন- হরিয়ানা(877:1000)।

34.🇮🇳ভারতের লিঙ্গ অনুপাত পুরুষ:মহিলা- 1000 : 940(2011জনগণনা অনুযায়ী)

35.🇮🇳 ভারতের সময় মানদন্ড GMT+5:30

36.🇮🇳★ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ – গোবিন্দ বল্লভ পন্ট সাগর (রিহান্দ ড্যাম), উত্তর প্রদেশ এর 
শোনভদ্র,1962।

37.🇮🇳★ভারতের বৃহত্তম জনবহুল শহর – মুম্বাই12,478,447(2011 জনগণনা অনুযায়ী).

38.🇮🇳★ভারতের বৃহত্তম অডিটোরিয়াম – মুম্বাইয়ের শ্রী সন্মুখানন্দ হল।

39.🇮🇳★ভারতের বৃহত্তম বন্দর –মুম্বাইয়ের জহরলাল নেহরু/ নভসেবা।

40.🇮🇳★ভারতের প্রাচীন দীর্ঘতম সড়কপথ (রোড) – গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মোট দৈর্ঘ্য-3670 কিমি।

41.🇮🇳★ভারতের বৃহত্তম নদী সেতু – মহাত্মা গান্ধী সেতু, পাটনা 5,750মিঃ 1982। সাম্প্রতিক তথ্য অনুসারে ভারতের দীর্ঘতম নদী সেতু- ভূপেন হাজারিকা সেতু, লোহিত নদী, দৈর্ঘ্য-9.15 KM 
26/05/2017।

42.🇮🇳★ভারতের বৃহত্তম পশু মেলা – বিহারের সোনপুর।

43.🇮🇳★ভারতের বৃহত্তম গম্বুজ – কর্ণাটকের বিজাপুরেরে গোল গম্বুজ।

44.🇮🇳★ভারতের বৃহত্তম যাদুঘর (প্রাচীন)– পশ্চিমবঙ্গের ভারতীয় যাদুঘর( কলকাতা)-1814।

45.🇮🇳★ভারতের বৃহত্তম ক্যান্টিলিভার স্প্যান ব্রীজ /ঝুলন্ত সেতু – পশ্চিমবঙ্গের হাওড়া ব্রীজ/রবীন্দ্র 
সেতু,03/02/1943।

46.🇮🇳★ভারতের বৃহত্তম চিড়িয়াখানা /জু – পশ্চিমবঙ্গের জুওলজিক্যাল গার্ডেন (কলকাতার  আলিপুর)1/05/1876.

তথ্যানুসারে বৃহত্তম চিড়িয়াখানা শ্রী ভেঙ্কটেশ্বর, 5532 একর, তিরুপতি,অন্ধ্রপ্রদেশ।1987

47.🇮🇳★ভারতের বৃহত্তম ব-দ্বীপ- পশ্চিমবঙ্গের সুন্দরবন।

48.🇮🇳★ভারতের বৃহত্তম গ্রন্থাগার- পশ্চিমবঙ্গের কলকাতার ন্যাশনাল লাইব্রেরী (আলিপুর)-1836।

49.🇮🇳★ভারতের বৃহত্তম প্ল্যানেটরিয়াম/তারা মন্ডল- পশ্চিমবঙ্গের কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়াম।( এশিয়ার  প্রথম, বিশ্বের দ্বিতীয়)-1963।

50.🇮🇳ভারতের বৃহত্তম জলাধার/ট্যাঙ্ক – পশ্চিমবঙ্গের টালা ট্যাঙ্ক (টালা) 90 লক্ষ গ্যালন,1911, উচ্চতা 110 ফুট।

51.🇮🇳ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – পশ্চিমবঙ্গের শিবপুর বোটানিক্যাল গার্ডেন,(শিবপুর, হাওড়া)-109 হেক্টর,1787।

52.🇮🇳★ভারতের বৃহত্তম রেল স্টেশন- পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন (প্লাটফর্ম 23)(1901-1906)।

53.🇮🇳★ভারতের বৃহত্তম ক্রীড়াঙ্গন/স্টেডিয়াম- কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, (সল্টলেক)1984 January।

54.🇮🇳ভারতের বৃহত্তম মেলা – কুম্ভ মেলা (এলাহাবাদ)।

55.🇮🇳ভারতের বৃহত্তম হোটেল – মুম্বাইয়ের অবেরয়-শেরাটন, মোহন সিং ওবেরয়, 07/04/1973,  উচ্চতা-117মিঃ

56.🇮🇳ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ।

57.🇮🇳ভারতের উচ্চতম স্তম্ভ –কুতুব মিনার, নিউদিল্লী, ইটের তৈরি উচ্চতা 72.5 মিটার।।

58.🇮🇳ভারতের বৃহত্তম পোস্ট অফিস- মুম্বাই জিপিও।


59.🇮🇳★ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম- সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম,(মতেরা স্টেডিয়াম) আমেদাবাদ,গুজরাট 2020।

60.🇮🇳★ভারতের দীর্ঘতম বাঁধ – ওড়িষ্যার হীরাকুঁদ বাঁধ, 1957।

61.🇮🇳★ভারতের বৃহত্তম মরুভূমি – রাজস্থানের থর মরুভুমি‌

62.🇮🇳★ভারতের বৃহত্তম জেলা – গুজরাটের কচ্ছ জেলা 45652 বর্গ কিলোমিটার,

★ক্ষুদ্রতম জেলা- পুদুচেরী মাহে 9 বর্গ কিলোমিটার।

63.🇮🇳★ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম – গোরক্ষপুর ( উত্তরপ্রদেশ), দৈর্ঘ্য 1366 মিটার। এটি বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ।

64.🇮🇳★ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ/টানেল – জম্মু ও কাশ্মীরের জাওহর সুড়ঙ্গ, 2.5 কিমি 1956।

★ অটল টানেল ❤️ 04-10-2020, দৈর্ঘ্য 9.2 কিলোমিটার 👍

65.🇮🇳 বর্তমানে ভারতে 28 টি রাজ্য ও 8 টি কেন্দ্রশাসিত অঞ্চল।

👉কেন্দ্রীয় রাজধানী- দিল্লি।

★রাজ্য -জেলা সংখ্যা ও রাজধানীর নাম-

    1.অন্ধ্র প্রদেশ- 13, অমরাবতী,

    2.অরুণাচল-25 ইটানগর,

    3.আসাম-34, দিসপুর,

    4.উত্তর প্রদেশ-75, লখনৌ,

    5.উত্তরাখণ্ড-13 দেরাদুন

    6.ওড়িশা-30, ভুবনেশ্বর,

    7.কর্ণাটক-30, বেঙ্গালুরু,

    8. কেরালা-14, তিরুবন্তপুরম,

    9.গুজরাট-33,গান্ধীনগর,

    10. গোয়া-2, পানাজি

    11.ছত্তিশগড়-28 নয়া রায়পুর,

    12.ঝাড়খন্ড-24 রাঁচি,

    13.তামিল নাড়ু-38 চেন্নাই,

    14. তেলেঙ্গানা-33 হায়দ্রাবাদ,

    15.ত্রিপুরা-8 আগরতলা,

    16.নাগাল্যান্ড-12 কোহিমা,

    17.পশ্চিমবঙ্গ-23 কলকাতা,

    18.পাঞ্জাব-22 চন্ডীগড়,

    19.বিহার-38,পাটনা,

    20. মণিপুর-16, ইম্ফল,

    21. মধ্য প্রদেশ-52, ভোপাল,

    22. মহারাষ্ট্র-36 মুম্বাই,

    23. মিজোরাম-11 আইজল,

    24. মেঘালয়-11, শিলং,

    25. হরিয়ানা-22, চন্ডিগর,

    26. হিমাচল প্রদেশ-12,শিমলা/ধর্মশালা

    27. রাজস্থান-33, জয়পুর

    28. সিকিম-4, গ্যাংটক

*কেন্দ্রশাসিত অঞ্চলঃ-রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত থাকে একজন প্রশাসক ও লেফটেন্যান্ট গভর্নর।

    1.দিল্লি-11,দিল্লি (UT-1956)

    2.জম্মু ও কাশ্মীর-22-জম্মু (শীত)
শ্রীনগর(গ্রীষ্ম) [E-14/05/1954, UT-31/10/2019]

    3.লাদাখ-2,লেহ, কার্গিল(UT- 31/10/2019)

    4.আন্দামান নিকোবর-3, পোর্ট ব্লেয়ার UT-01/11/1956, নিকোবর দ্বীপপুঞ্জ 1974.

    5.চণ্ডীগড়-চন্ডীগড় UT-01/11/1956.

    6.দাদরা নাগর হাভেলী দমন ও দিউ-3,দমন UT-26/01/2020

    7.লক্ষদীপ-1-কাভারাত্তি UT-01/11/1956.

    8.পুদুচেরি-4,পদুচেরি।E-01/11/1954, UT-16/08/1962 
       পন্ডিচেরী থেকে পুদুচেরী 20/09/2006।

66.🇮🇳ভারতের জাতীয় প্রতীক - অশোক চক্র / অশোক স্তম্ভ‌ (26 জানুঃ1950)।

67.🇮🇳ভারতের জাতীয় গান/স্তোত্র/ন্যাশনাল সং - বন্দেমাতরম। (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্কৃততে লেখা (আনন্দমঠ1882),1896 প্রথম গাওয়া।)

68.🇮🇳ভারতের জাতীয় সংগীত/ ন্যাশনাল অ্যানথেম / জাতীয় বন্দনাগীতি - জনগণমন...

(52 সেকেন্ড ⏳, পাঁচ স্তবকের প্রথম স্তবক, বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু হিন্দি সংস্করণ করা,24  জানুঃ 1950 স্বীকৃতি পায়, 1911 সালে 27 ডিসেঃ জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয়)।

69.🇮🇳 ভারতের জাতীয় ধ্বনি -জয় হিন্দ।

70.🇮🇳 ভারতে জাতীয় বাণী/নীতিবাক্য - সত্যমেব জয়তে।

71.🇮🇳 ভারতের জাতীয় গাছ - ভারতীয় বট Scientific Name-Ficus benghalensis (1950সালে ভারতীয় বট কে ভারতীয় গাছের মর্যদা দেওয়া হয়)।

72.🇮🇳 ভারতের জাতীয় ফুল - পদ্ম Scientific Name Nelumbo Nucifera. (1950 সালে পদ্ম ফুলকে ভারতীয় জাতীয় ফুলের স্বীকৃতি দেওয়া হয়)।

73.🇮🇳 ভারতের জাতীয় ফল - আম 🍑 Scientific Name-Mangifera indica।

74.🇮🇳 ভারতের জাতীয় পশু - বাঘ🐅 Scientific Name- Panthera tigris।

75.🇮🇳 ভারতের জাতীয় পাখি - ময়ূর Scientific Name-Pavo cristatus।

76.🇮🇳ভারতের জাতীয় নদী - গঙ্গা,দৈর্ঘ্য- 2525 কিমি যার মধ্যে ভারতে প্রবাহিত 2017 কিমি।

77.🇮🇳 ভারতের জাতীয় জলজ প্রাণী - গঙ্গা নদীর ডলফিন🐬(শুশক) *ভারতের একমাত্র শুশুক স্যাংচুয়ারি  আছে বিহারে (বিক্রমশীলা গেনজেটিক ডলফিন সাংচুয়ারি)।

78.🇮🇳ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু - হাতি🐘 (2010 সালের 22 অক্টোবর ভারতীয় হাতি কে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

79.🇮🇳 ভারতের জাতীয় ক্যালেন্ডার- শাকা ক্যালেন্ডার।

80.🇮🇳ভারতের জাতীয় দিবস দিন গুলি -26 জানুয়ারী (প্রজাতন্ত্র দিবস ),15 আগস্ট (স্বাধীনতা দিবস ),2 অক্টোবর (গান্ধী জয়ন্তী -মহাত্মা গান্ধীর জন্মদিন )।

81.🇮🇳 ভারতের জাতীয় মুদ্রা- ইন্ডিয়ান রুপি/ ₹ 2010 গ্রহণ করা হয় কিন্তু 2011 জুলাই ব্যবহৃত হয়।

82.🇮🇳পূর্নাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ:-

1.কর্ণাটক,কেরালা,অন্ধ্র প্রদেশ,রাজস্থান,মধ্যপ্রদেশ- 1 নভেম্বর 1956

2.বিহার,আসাম, পশ্চিমবঙ্গ,তামিলনাড়ু,জম্মু কাশ্মীর- 26 জানুঃ 1950।

3. মণিপুর,মেঘালয়- 21জানুয়ারি 1972

4. মহারাষ্ট্র,গুজরাট-1মে 1960.

5. মিজোরাম-20 ফেব্রুয়ারি 1987.

6. গোয়া-30মে1987

7.অরুণাচল-20 ফেব্রুয়ারি 1987

8.উত্তরাখণ্ড- 9 নভেম্বর 2000

9. তেলেঙ্গানা-2জুন 2014

10.ত্রিপুরা-21জানুঃ 1972

11.নাগাল্যান্ড-1ডিসেঃ 1963

12.ছত্তিশগড়-1নভেঃ 2000

13.ঝাড়খন্ড- 15নভেঃ 2000

14. হরিয়ানা,পাঞ্জাব - 1নভেঃ 1966

15. হিমাচল প্রদেশ-25শে জানুঃ1971

16. সিকিম-16 মে1975

17.ওড়িশা-1 এপ্রিল 1936,

83.🇮🇳ভারতবর্ষের কিছু পুরানো নাম

1. ভারতবর্ষ - জম্বুদ্বীপ

2. দক্ষিণ ভারত - দাক্ষিণাত্য

3. উত্তর ভারত - আর্যাবর্ত

4. দিল্লি ইন্দ্রপ্রস্থ- হস্তিনাপুর

5. পুরােনাে দিল্লি - শাহাজাহানাবাদ

6. মহারাষ্ট্র -বিদর্ভ

7. গুজরাট - সৌরাষ্ট্র

8. আসাম - কামরূপ

9. ওড়িশা - কলিঙ্গ/ উৎকল

10. কর্ণাটক - মহীশূর

11. পাটনা - পাটালিপুত্র

12. বাংলা - গৌড়বঙ্গ

13. বেঙ্গালুরু- ব্যাঙ্গালোর

14. মুম্বাই - বোম্বে

15.. চেন্নাই - মাদ্রাজ

16. রাজস্থান-রাজপুতানা

17.. পাঞ্জাব - পৌরব

18. কলকাতা - আলিনগর

19. জয়পুর - মৎস্য

20. এলাহাবাদ-বৎস

21. আমেদাবাদ- কর্ণাবতী

22. কাশ্মীর- তক্ষশীলা

84.🇮🇳★ভারতের বৃহত্তম নদীদ্বীপ- আসামের ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলী।

85.🇮🇳★ভারতের বৃহত্তম গুরুদ্বার- পাঞ্জাবের স্বর্ণ মন্দির।

86.🇮🇳★ভারতের বৃহত্তম কারাগার/জেল - দিল্লির তিহাড়।

87.🇮🇳★ ভারতের বৃহত্তম মসজিদ- দিল্লির জামা মসজিদ-1656, শাহজাহান।

88.🇮🇳★ভারতের বৃহত্তম মন্দির- তামিলনাড়ুর শ্রী রঙ্গনাথস্বামী মন্দির।

89.🇮🇳★ভারতের বৃহত্তম চার্চ- গোয়ার সেন্ট ক্যাথ্রিড্রাল চার্চ -1619।

90.🇮🇳★ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান- ভারতরত্ন, 02/01/1954- প্রথম এই পুরস্কার- রাজনীতিবিদ 
চক্রবর্তী রাজাগোপালাচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন ও বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন।

91.🇮🇳★ ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান- পরম বীর চক্র।

92.🇮🇳ভারতের সংবিধান অনুসারে স্বীকৃত ভাষা- 22টি।

94.🇮🇳★ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত/বিচ -চেন্নাইয়ের মেরীনা।

95.🇮🇳★ভারতের বৃহত্তম বিমানবন্দর- দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর-1930 সফদারজং বিমানবন্দর থেকে 
IGIA 1962।

96.🇮🇳★ভারতের উচ্চতম বিমানবন্দর- কুশক বাকুলা রিমপোচে লেহ, লাদাখ।

97.🇮🇳★ভারতের ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ (01/11/1956)।

98.🇮🇳 ভারতের প্রথম সূর্যোদয় দেখা যায় "অরুনাচল প্রদেশের ডং (Dong)" পাহাড়ি এলাকায় আর শেষ দেখা 
যায় গুজরাট, দুই জায়গার সময় 1ঘঃ 57মিঃ12সেঃ প্রায় 2ঘন্টা।

99.🇮🇳ভারতের উচ্চতম মূর্তি- স্ট্যাচু অফ ইউনিটি (সর্দার বল্লভ ভাই প্যাটেল),182 মিটার,31/11/2018।

100.🇮🇳ভারতের একই রাজ্যের দুটি রাজধানী- হিমাচল প্রদেশ,( জম্মু কাশ্মীর আগে ছিল এখন UT ভুক্ত)।

101.🇮🇳ভারতের বৃহত্তম বন্দর- জহরলাল নেহেরু বন্দর।

102.🇮🇳ভারতের বৃহত্তম নদী বন্দর হল- হলদিয়া বন্দর।

103.🇮🇳ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য- পশ্চিমবঙ্গের সুন্দরবন।

104.🇮🇳★ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র- ভুটান।

105.🇮🇳ভারতের বৃহত্তম মালভূমি- দাক্ষিনাত্য মালভূমি,

★উচ্চতম মালভূমি- লাদাখ মালভূমি।


106.🇮🇳 ভারতের(উঃ) সর্বোচ্চ পর্বতশৃঙ্গ':- গডউইন অস্টিন/কে-২, উচ্চতা 8611মিঃ,

★দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ- আনাইমুদি, উচ্চতা-2695মিটার।

107.🇮🇳ভারতের বৃহত্তম লবনাক্ত হ্রদ- সম্বর হ্রদ।

108.🇮🇳 ভারতের উচ্চতম জলপ্রপাত

উঃ- যোগ বা গেরসোপ্পা, 253মিঃ।

[সাম্প্রতিক তথ্য অনুসারে, ভারতের উচ্চতম জলপ্রপাত - কুঞ্চিকাল জলপ্রপাত, উচ্চতা 455 মিটার]

As per wiki- Vajrai Falls,Satara, Maharashtra, 560 meters located on the Urmodi river.

109.🇮🇳ভারতের বৃহত্তম উপনদী যমুনা।

110.🇮🇳ভারতের সাক্ষরতা সর্বাধিক- কেরালা96.2% , সর্বনিম্ন- অন্ধ্রপ্রদেশ 66.4% (2020)- textbook...com)।

111.🇮🇳ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা শতদ্রু নদীর উপর ভাকরা-নাঙ্গাল প্রকল্প,1963।

112.🇮🇳ভারতের বোম্বে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র হয়- 1960।

113.🇮🇳 ভারতের অর্কিডের শহর বলে- কার্শিয়াংকে।

114.🇮🇳মেঘালয় রাজ্যের নামকরণ করেন- শিবপ্রসাদ চ্যাটার্জী।

115.🇮🇳নেফা (NEFA) কোন রাজ্যের পূর্বতন নাম- অরুণাচল প্রদেশ।

116.🇮🇳ভারতের মহাকাশের শহর বলে- তিরুবনন্তপুরমকে।

117.🇮🇳ভারতের হৃদয় বলে- মধ্যপ্রদেশ।

118.🇮🇳ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল- মেঘালয়ের মৌসিনরাম,

★কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল জয়সালমীর।

119.🇮🇳ভারতের ধানের গোলা ও এশিয়ার ডিমের ঝুড়ি বলে- অন্ধ্রপ্রদেশ।

120.🇮🇳ভারতের আপেল রাজ্য বলে- হিমাচলপ্রদেশকে।

121.🇮🇳দেবতাদের বাসভূমি বলে -উত্তরাখন্ডকে।

122.🇮🇳ভারতের উচ্চতম হ্রদ- সিকিমের ছো লামু(Chho Lhamo)16,700ft.

[সাম্প্রতিক তথ্য অনুসারে ভারতের উচ্চতম হ্রদ গুরুদোংমার, উচ্চতা- 17800 ফুট]

123.🇮🇳ভারতের দীর্ঘতম খাল- ইন্দিরা খাল (রাজস্থান)।

124.ভারতের দীর্ঘতম নদীবাঁধ - মহানদীর উপর হীরাকুঁদ বাঁধ ওড়িশা।

125.ভারতের উচ্চতম নদীবাঁধ- ভাগীরথীর উপর তেহরি বাঁধ ( উওরাখন্ড)।

126.🇮🇳ভারতের বৃহত্তম উপহ্রদ - চিল্কা (ওড়িশা)।

127.🇮🇳ভারতের বৃহত্তম স্বাদুজলের হ্রদ- উলার (জম্মু ও কাশ্মীর)।

128.🇮🇳ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ- সম্বর (রাজস্থান)।


129.🇮🇳ভারতের বৃহত্তম ইন্ডোর স্টেডিয়াম- দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম,সিট সংখ্যা14348(1-1-1982)।

130.🇮🇳ভারতের সর্বাপেক্ষা বড়ো বিষধর সাপের নাম - কেউটে/কিং কোবরা।

131.🇮🇳ভারতের বৃহত্তম অ্যাকোরিয়াম এর নাম - বোম্বের তারাপুর।

132.🇮🇳ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা- দামোদর উপত্যকা প্রকল্প1948।

133.🇮🇳ভারতের সর্বাধিক মাটি-- পাললিক প্রকৃতির(45%)

134.🇮🇳ভারতের কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে ভাগ করেছে-27 ভাগে।

135.🇮🇳ভারতের বনভূমি 21.67% সবচেয়ে বেশি বনভূমি দেখা যায় -                                       1.মধ্যপ্রদেশ,
    2.অরুণাচলপ্রদেশ 
    3.ছত্তিসগড়।

★সবচেয়ে কম- 1.পাঞ্জাব ও 2.হরিয়ানা।

136.🇮🇳ভারতের বৃহত্তম ন্যাশানাল পার্ক- হেমিস (লাদাখ)1981।

137.🇮🇳ভারত পৃথিবীতে প্রথম- পাট,তৈলবীজ,তুলো ও ডাল উৎপাদনে।

138.🇮🇳ভারত পৃথিবীতে দ্বিতীয়- ধান,গম,চা,আখ উৎপাদনে।

139.🇮🇳 ভারতের মোট খাদ্যশস্য সর্বাধিক উৎপাদিত হয়- উত্তরপ্রদেশে।

140.🇮🇳ভারতের প্রথম কয়লা উত্তোলন হয় 1774 সালে,রাণীগঞ্জের সীতারামপুরে।

141.🇮🇳ভারতের বৃহত্তম তৈল শোধনাগার- জামনগর,গুজরাট।

142.🇮🇳ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র- হুসেন সাগর,হায়দ্রাবাদ,1920।

143.🇮🇳 ভারতের প্রথম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র- শিবসমুদ্রম,কাবেরী নদীতে,কর্ণাটক।ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র-  শিদ্রাপং,দার্জিলিং, 1897।

144.🇮🇳ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র- তেহেরি(উত্তরাখন্ড)।

145.🇮🇳ভারতের সবচেয়ে বড় জাতীয় সড়ক-NH7 বর্তমানে নাম NH44

দৈর্ঘ্য 3806 কিলোমিটার (জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু),

★ছোট- NH47A বর্তমানে নাম NH966B দৈর্ঘ্য 5.9 কিলোমিটার (কুন্দানুর থেকে উলিংডন আইল্যান্ড, কোচি)

146.🇮🇳ভারতের মোট প্রধান বন্দর-13 টি, অপ্রধান বন্দর প্রায় 200 টি।

147.🇮🇳ভারতের গভীরতম বন্দর- বিশাখাপত্তনম।

148.🇮🇳ভারতের পূর্ব উপকূলের বন্দর- 7 এবং পশ্চিম উপকূলে- 6।

1.★ভারতের পূর্বের বৃহত্তম বন্দর- পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর।

2.★ভারতের পশ্চিমের বৃহত্তম বন্দর-মুম্বাইয়ের জহরলাল নেহেরু /নভসেবা ।

★চেন্নাই দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর।

149.🇮🇳ভারতের সবচেয়ে বেশি বন্দর আছে- মহারাষ্ট্রে(53)

150.🇮🇳কান্দালা ভারত তথা এশিয়ার প্রথম স্পেশাল ইকোনমিক জোন।

151.🇮🇳ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র- মহারাষ্ট্রের তারাপুর,1969।

152.🇮🇳ভারতের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র- নারোরা,উত্তরপ্রদেশ।

153.🇮🇳ভারতের বৃহত্তম পারমানবিক শক্তিকেন্দ্র- কুদানকুলাম(তামিলনাডু)।

154.🇮🇳ভারতের সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপাদিত হয়- মহারাষ্ট্রে।

155.🇮🇳ভারতের প্রথম পাটকল- পশ্চিমবঙ্গের রিষড়া,1855।

156.🇮🇳ভারতের প্রথম কাগজ কল- পশ্চিমবঙ্গের শ্রীরামপুর,মর্ডান পেপার মিল,1832।

157.🇮🇳ভারতের প্রথম সিমেন্ট শিল্প- চেন্নাই,1904।

158.🇮🇳ভারতের বৃহত্তম নিউজপ্রিন্ট কাগজ উৎপাদন কেন্দ্র- নেপানগর(মধ্যপ্রদেশ)

159.🇮🇳ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন 1947 স্থাপিত হলেও কাজ শুরু  হয় 26/01/1950।

160.🇮🇳ভারতের বৃহত্তম আই.টি পার্ক- পুনে,রাজীব গান্ধী।

161.🇮🇳ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় (প্রথম চীন) বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক।

162.🇮🇳ভারতের প্রথম রেলচলাচল- 1853সালের 16 এপ্রিল,লর্ড ডালহৌসির আমলে,বোম্বে থেকে থানে,21 মাইল।

163.🇮🇳ভারতের প্রথম ওয়াই ফাই লাগানো ট্রেন- The Golden Chariot প্রথম চলে 10/03/2008.

164.🇮🇳 ভারতের রেলের প্রথম বৈদ্যুতিকরণ হয়- 03/02/1925, চলে ভিক্টোরিয়া টার্মিনাল থেকে কুর্লা পর্যন্ত।

165.🇮🇳ভারতের সবচেয়ে বেশি দৈর্ঘ্যের সড়কপথ- উত্তরপ্রদেশ,

★সবচেয়ে কম সড়ক- অরুণাচল প্রদেশ।

166.🇮🇳রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হেড অফিস- মুম্বাই, স্থাপন- 01/04/1935 জাতীয়করণ-01/01/1949 প্রথম গভর্নর স্যার অসবর্ণ স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর চিন্তামন দ্বারকানাথ দেশমুখ।

★স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রধান কার্যালয় হল- মুম্বই, মহারাষ্ট্র। এটি ভারতের তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক।প্রতিষ্ঠাকাল 1জুলাই 1955.

167.🇮🇳 ভারতের কিছু গুরুত্বপূর্ণ নাচ-

1.ভারতনাট্টম- তামিলনাডু 
2.কুচিপুরি- অন্ধ্রপ্রদেশ 
3.ওডিশি- ওড়িশা, 
4.বিহু- আসাম,
5.কত্থক- উত্তরপ্রদেশ, 
6.মোহিনীঅট্টম ও কথাকলি- কেরালা, 
7. ছৌ- পশ্চিমবঙ্গ,ঝাড়খণ্ড,ওড়িশা, 
8.ধুমাল- জম্মু ও কাশ্মীর, 
9. হিকাত- হিমাচল প্রদেশ, 
10. ছোলিয়া- উত্তরাখন্ড, 
11. ভাঙড়া- পাঞ্জাব,
12. গৌর- মধ্যপ্রদেশ,
13. কর্ম নৃত্য- ছত্তিশগড়,
14. কালবেল্লা- রাজস্থান,
15. পাদায়নী- কেরালা,
16. লাহুর- হরিয়ানা,
17. লাভা- লাক্ষাদ্বীপ,
18. লাভানি- মহারাষ্ট্র 
19. হিজাগুড়ি-মণিপুর।

168.🇮🇳 ভারতের কিছু গুরুত্বপূর্ণ উৎসব- 
1.মহাকুম্ভমেলা- এলাহাবাদ, 
2.বিহু,মাজুলি উৎসব- আসাম, 
3.ছট পুজো- বিহার, 
4.খাজুরাহো উৎসব- মধ্যপ্রদেশ, 
5.কালিদাস উৎসব- মহারাষ্ট্র, 
6.পোঙ্গল- তামিলনাড়ু,  অন্ধ্রপ্রদেশ (তিন দিন ধরে হয়), 
7.লহরী--পাঞ্জাব, 
8.নবরাত্রি,ডান্ডিয়া,ঘুড়ি উৎসব- গুজরাট, 
9.নুয়াখাই--ওড়িশা, 
10.হর্ণবিল উৎসব- নাগাল্যান্ড, 
11.ওয়াংগালা- মেঘালয়, 
12.ওনাম- কেরালা, 
13.আমের উৎসব বা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল- দিল্লি,হরিয়ানা, উত্তরপ্রদেশ, 
14.হাতির উৎসব- কেরালা, 
15.পশ্চিমবঙ্গের- দূর্গাপূজা, 
16.ফুলের  উৎসব/ফেস্টিভ্যাল অব ফ্লাওয়ার- তেলেঙ্গনা।

169.🇮🇳1969 সালের 3 মার্চ দেশে প্রথম রাজধানী এক্সপ্রেসের সূচনা হয়েছিল হাওড়া-নয়াদিল্লি।ভারতীয় রেলের 

ইতিহাসে প্রথম ট্রেনের গতি ঘণ্টায় 120 কিলোমিটার ছুঁয়েছিল(তার আগে 60km/hrs)।

170.🇮🇳ভারতের শীতলতম স্থান- দ্রাস (জম্মু-কাশ্মীর)।


171. 🇮🇳ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান' জ্ঞানপীঠ পুরস্কার-1961-দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত,1965 সালে মালায়লাম লেখক জি শঙ্কর কুরুপ প্রথম এই পুরস্কার লাভ করেন। অর্থ মূল্য 7 লক্ষ টাকা।


172.🇮🇳 ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান- রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার-1991-অর্থমূল্য-5লক্ষ টাকা, প্রথম এই  পুরস্কার- বিশ্বনাথন আনন্দ(দাবা) প্রতিবছর 29 আগস্ট দেওয়া হয়।


173.🇮🇳 ভারতের বৃহত্তম গুহা মন্দির- কৈলাস মন্দির, ইলোরা, মহারাষ্ট্র।


174.🇮🇳 ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয়- ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় /ইগনু-1985-প্রধান কার্যালয় নতুন  দিল্লির ময়দানগড়ি অঞ্চলে ইগনু রোডে অবস্থিত।


175.🇮🇳 ভারতের দীর্ঘতম যাত্রীবাহী পরিবাহী ট্রেন রুট- কন্যাকুমারী থেকে ডিব্রুগড়, 4282 K.M, ট্রেনের নাম- বিবেক এক্সপ্রেস।

176.🇮🇳ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেল টানেল এবং অন্ধ্র প্রদেশের ভেঙ্কটচালাম ও ওবুলাভারপল্লীর মধ্যে ।

177.🇮🇳ভারতের বৃহত্তম গুহা- জম্মু-কাশ্মীরের অমরনাথ।

178.🇮🇳 ভারতের বৃহত্তম বসতবাড়ি- রাষ্ট্রপতি ভবন,130 হেক্টর,340 ঘর।

179.🇮🇳 ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা- টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি(TISCO),1907।


🇮🇳🇮🇳★★আগামীদিনে★★🇮🇳🇮🇳🇮🇳

1.কর্নাটকের হুবলি রেলওয়ে প্ল্যাটফর্ম আগামীদিনের বৃহত্তম প্ল্যাটফর্ম হতে চলছে, বর্তমানে কাজ চলছে এখনো হয়নি।

2.জম্মু-কাশ্মীরের চেনাব ব্রিজ 🌉উচ্চতম রেলওয়ে আর্চ ব্রিজ হতে চলেছে, উচ্চতা 359 মিটার, কাজ চলছে....

3. মণিপুরে বিশ্বের উচ্চতম রেলওয়ে পিয়ার ব্রীজ 🎢 হতে চলেছে,141 মিঃ কাজ চলছে.....।

4. 10171 ফুট উঁচুতে 4.4 কিলোমিটার দীর্ঘ অটল টানেল তৈরি হয়েছে আগামীদিনে উদ্ধোধন। ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছোট্টো করে।



★★#তথ্য- বই, ইন্টারনেট, সংবাদ পত্র, ফেসবুকের নানা শিক্ষামূলক গ্রুপ থেকে সংগ্রহ করা।কিছু তথ্য হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু আমার জানা নেই তাই কিছু ভুল হলে সমালোচনা না করে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন কমেন্ট বক্সে, সংশোধন করে দেবো।

Computer Trick Videos

Random Posts

Translate

Contact Form

Name

Email *

Message *