**ভারতের বৃহত্তম নানা বিষয়**
 ১) ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান (আয়তনে)।
১) ভারতের বৃহত্তম রাজ্য – রাজস্থান (আয়তনে)। ২) ভারতের বৃহত্তম রাজ্য – উত্তর প্রদেশ ( জনসংখ্যায় )।
২) ভারতের বৃহত্তম রাজ্য – উত্তর প্রদেশ ( জনসংখ্যায় )। ৩) ভারতের দীর্ঘতম নদী – গঙ্গা, ২৫২৫ কিমি ।
৩) ভারতের দীর্ঘতম নদী – গঙ্গা, ২৫২৫ কিমি । ৪) ভারতের বৃহত্তম সমাধি সৌধ – তাজমহল,আগ্রা ।
৪) ভারতের বৃহত্তম সমাধি সৌধ – তাজমহল,আগ্রা । ৫) ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল – লাদাখ ।
৫) ভারতের বৃহত্তম কেন্দ্র শাসিত অঞ্চল – লাদাখ । ৬) ভারতের বৃহত্তম বন্দর – মুম্বাই ।
৬) ভারতের বৃহত্তম বন্দর – মুম্বাই । ৭) ভারতের বৃহত্তম গির্জা – সেন্ট ক্যাথিড্রাল, গোয়া ।
৭) ভারতের বৃহত্তম গির্জা – সেন্ট ক্যাথিড্রাল, গোয়া । ৮) ভারতের বৃহত্তম মন্দির – মীনাক্ষী মন্দির, মাদুরাই ।
৮) ভারতের বৃহত্তম মন্দির – মীনাক্ষী মন্দির, মাদুরাই । ৯) ভারতের বৃহত্তম মসজিদ – জামা মসজিদ, দিল্লি ।
৯) ভারতের বৃহত্তম মসজিদ – জামা মসজিদ, দিল্লি । ১০) ভারতের বৃহত্তম ব্যাংক – স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ।
১০) ভারতের বৃহত্তম ব্যাংক – স্টেট ব্যাংক অব ইন্ডিয়া । ১১) ভারতের বৃহত্তম হোটেল – অবেরয়-শেরাটন, মুম্বাই ।
১১) ভারতের বৃহত্তম হোটেল – অবেরয়-শেরাটন, মুম্বাই । ১২) ভারতের বৃহত্তম নগরী – মুম্বাই ।
১২) ভারতের বৃহত্তম নগরী – মুম্বাই । ১৩) ভারতের বৃহত্তম সার কারখানা – সিন্ধ্রি, ঝাড়খণ্ড ।
১৩) ভারতের বৃহত্তম সার কারখানা – সিন্ধ্রি, ঝাড়খণ্ড । ১৪) ভারতের বৃহত্তম গুহা মন্দির – কৈলাস, ইলোরা ।
১৪) ভারতের বৃহত্তম গুহা মন্দির – কৈলাস, ইলোরা । ১৫) ভারতের বৃহত্তম বনভূমি – কাজিরাঙ্গা, অসম ।
১৫) ভারতের বৃহত্তম বনভূমি – কাজিরাঙ্গা, অসম । ১৬) ভারতের বৃহত্তম মিউজিয়াম – ভারতীয় জাদুঘর, কলকাতা ।
১৬) ভারতের বৃহত্তম মিউজিয়াম – ভারতীয় জাদুঘর, কলকাতা । ১৭) ভারতের বৃহত্তম জলাধার – টালা ট্যাঙ্ক, কলকাতা ।
১৭) ভারতের বৃহত্তম জলাধার – টালা ট্যাঙ্ক, কলকাতা । ১৮) ভারতের বৃহত্তম গুরুদ্বার – স্বর্ণ মন্দির, অমৃতসর ।
১৮) ভারতের বৃহত্তম গুরুদ্বার – স্বর্ণ মন্দির, অমৃতসর । ১৯) ভারতের বৃহত্তম স্পোর্টস/ফুটবল স্টেডিয়াম – যুব-ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা।
১৯) ভারতের বৃহত্তম স্পোর্টস/ফুটবল স্টেডিয়াম – যুব-ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা। ২০) ভারতের বৃহত্তম চিড়িয়াখানা – আলিপুর চিড়িয়াখানা, কলকাতা ।
২০) ভারতের বৃহত্তম চিড়িয়াখানা – আলিপুর চিড়িয়াখানা, কলকাতা । ২১) ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ ।
২১) ভারতের বৃহত্তম স্তূপ – সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ । ২২) ভারতের বৃহত্তম মরুভূমি – থর, রাজস্থান ।
২২) ভারতের বৃহত্তম মরুভূমি – থর, রাজস্থান । ২৩) ভারতের বৃহত্তম তারামণ্ডল – বিড়লা তারামণ্ডল, কলকাতা ।
২৩) ভারতের বৃহত্তম তারামণ্ডল – বিড়লা তারামণ্ডল, কলকাতা । ২৪) ভারতের বৃহত্তম রেল ব্রীজ - বগিবেল রেল রোড ব্রীজ-৪.৯৪ কিমি ,আসাম।
২৪) ভারতের বৃহত্তম রেল ব্রীজ - বগিবেল রেল রোড ব্রীজ-৪.৯৪ কিমি ,আসাম। ২৫) ভারতের বৃহত্তম বিমান বন্দর – দিল্লি ইন্দিরা গান্ধী বিমান বন্দর ।
২৫) ভারতের বৃহত্তম বিমান বন্দর – দিল্লি ইন্দিরা গান্ধী বিমান বন্দর । ২৬) ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা – ভিলাই ।
২৬) ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা – ভিলাই । ২৭) ভারতের বৃহত্তম বাজার – নিউ মার্কেট, কলকাতা ।
২৭) ভারতের বৃহত্তম বাজার – নিউ মার্কেট, কলকাতা । ২৮) ভারতের বৃহত্তম কারাগার – তিহার জেল, দিল্লি ।
২৮) ভারতের বৃহত্তম কারাগার – তিহার জেল, দিল্লি । ২৯) ভারতের বৃহত্তম গ্রন্থাগার – ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা ।
২৯) ভারতের বৃহত্তম গ্রন্থাগার – ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা । ৩০) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া ।
৩০) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান – শিবপুর বোটানিক্যাল গার্ডেন, হাওড়া । ৩১) ভারতের বৃহত্তম শৈলাবাস – সিমলা, হিমাচল প্রদেশ ।
৩১) ভারতের বৃহত্তম শৈলাবাস – সিমলা, হিমাচল প্রদেশ । ৩২) ভারতের বৃহত্তম বদ্বীপ – সুন্দরবন ।
৩২) ভারতের বৃহত্তম বদ্বীপ – সুন্দরবন । ৩৩) ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় –জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি ।
৩৩) ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় –জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি । ৩৪) ভারতের বৃহত্তম তেল শোধনাগার – মথুরা, উত্তর প্রদেশ ।
৩৪) ভারতের বৃহত্তম তেল শোধনাগার – মথুরা, উত্তর প্রদেশ । ৩৫) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ – সম্বর হ্রদ ।
৩৫) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ – সম্বর হ্রদ । ৩৬ ) ভারতের বৃহত্তম জলপ্রপাত – কাঞ্চিকুল, কর্ণাটক ।
৩৬ ) ভারতের বৃহত্তম জলপ্রপাত – কাঞ্চিকুল, কর্ণাটক । ৩৭) ভারতের বৃহত্তম হ্রদ – উলার হ্রদ, কাশ্মীর ।
৩৭) ভারতের বৃহত্তম হ্রদ – উলার হ্রদ, কাশ্মীর । ৩৮) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা – ভাকরা-নাঙ্গাল ।
৩৮) ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা – ভাকরা-নাঙ্গাল । ৩৯) ভারতের বৃহত্তম মেলা – কুম্ভ মেলা ।
৩৯) ভারতের বৃহত্তম মেলা – কুম্ভ মেলা । ৪০) ভারতের বৃহত্তম পশু মেলা – শোনপুর, বিহার ।
৪০) ভারতের বৃহত্তম পশু মেলা – শোনপুর, বিহার । ৪১) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ – গডউইন অস্টিন/কে২ ।
৪১) ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ – গডউইন অস্টিন/কে২ । ৪২) ভারতের উচ্চতম অট্টালিকা – দ্য 42, কলকাতা, চৌরঙ্গি ।
৪২) ভারতের উচ্চতম অট্টালিকা – দ্য 42, কলকাতা, চৌরঙ্গি । ৪৩) ভারতের উচ্চতম বিমান বন্দর – লেহ, লাদাক ।
৪৩) ভারতের উচ্চতম বিমান বন্দর – লেহ, লাদাক । ৪৪) ভারতের উচ্চতম মন্দির - মীনাক্ষী মন্দির, মাদুরাই ।
৪৪) ভারতের উচ্চতম মন্দির - মীনাক্ষী মন্দির, মাদুরাই । ৪৫) ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ – অশোক স্তম্ভ, সারনাথ ।
৪৫) ভারতের উচ্চতম ধাতু নির্মিত স্তম্ভ – অশোক স্তম্ভ, সারনাথ । ৪৬) ভারতের উচ্চতম বাঁধ – তেহেরি বাঁধ-২৬০.৫মিঃ, ভাগীরথী নদী ।
৪৬) ভারতের উচ্চতম বাঁধ – তেহেরি বাঁধ-২৬০.৫মিঃ, ভাগীরথী নদী । ৪৭) ভারতের উচ্চতম স্মৃতি স্তম্ভ– কুতুব মিনার ।
৪৭) ভারতের উচ্চতম স্মৃতি স্তম্ভ– কুতুব মিনার । ৪৮) ভারতের উচ্চতম তোরণদ্বার – বুলন্দ দরওয়াজা ।
৪৮) ভারতের উচ্চতম তোরণদ্বার – বুলন্দ দরওয়াজা । ৪৯) উচ্চতম উচ্চতম রেল স্টেশন – ঘুম, দার্জিলিং ।
৪৯) উচ্চতম উচ্চতম রেল স্টেশন – ঘুম, দার্জিলিং । ৫০) ভারতের উচ্চতম স্তূপ – সাঁচি স্তূপ ।
৫০) ভারতের উচ্চতম স্তূপ – সাঁচি স্তূপ । ৫১) ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথ – অটল টানেল-৯.০২কিমি ।
৫১) ভারতের দীর্ঘতম সুড়ঙ্গপথ – অটল টানেল-৯.০২কিমি । ৫২) ভারতের দীর্ঘতম নদী সেতু – ভূপেন হাজারিকা সেতু ।
৫২) ভারতের দীর্ঘতম নদী সেতু – ভূপেন হাজারিকা সেতু । ৫৩) ভারতের দীর্ঘতম পর্বতমালা – হিমালয় ।
৫৩) ভারতের দীর্ঘতম পর্বতমালা – হিমালয় । ৫৪) ভারতের দীর্ঘতম গুহা মন্দির – ইলোরা ।
৫৪) ভারতের দীর্ঘতম গুহা মন্দির – ইলোরা । ৫৫) ভারতের দীর্ঘতম গুহা – অমরনাথ, জম্মু ও কাশ্মীর ।
৫৫) ভারতের দীর্ঘতম গুহা – অমরনাথ, জম্মু ও কাশ্মীর । ৫৬)ভারতের দীর্ঘতম খাল – ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান ।
৫৬)ভারতের দীর্ঘতম খাল – ইন্দিরা গান্ধি খাল , রাজস্থান । ৫৭) ভারতের দীর্ঘতম রাজপথ – গ্র্যান্ড ট্যাঙ্ক রোগ(জি.টি রোড) ।
৫৭) ভারতের দীর্ঘতম রাজপথ – গ্র্যান্ড ট্যাঙ্ক রোগ(জি.টি রোড) । ৫৮)ভারতের দীর্ঘতম ময়দান –ব্রিগ্রেড/ গড়ের মাঠ, কলকাতা ।
৫৮)ভারতের দীর্ঘতম ময়দান –ব্রিগ্রেড/ গড়ের মাঠ, কলকাতা । ৫৯) ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু – হাওড়া ব্রিজ ।
৫৯) ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু – হাওড়া ব্রিজ । ৬০) ভারতের দীর্ঘতম রেলপথ জোন– উত্তর রেলপথ ।
৬০) ভারতের দীর্ঘতম রেলপথ জোন– উত্তর রেলপথ । ৬১) ভারতের দীর্ঘতম বাঁধ – হিরাকুঁদ বাঁধ।
৬১) ভারতের দীর্ঘতম বাঁধ – হিরাকুঁদ বাঁধ। ৬২) ভারতের দীর্ঘতম হাইওয়ে – এন. এইচ- ৪৪, জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু ।
৬২) ভারতের দীর্ঘতম হাইওয়ে – এন. এইচ- ৪৪, জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু । ৬৩) ভারতের দীর্ঘতম গিরিপথ – খাইবার গিরিপথ ।
৬৩) ভারতের দীর্ঘতম গিরিপথ – খাইবার গিরিপথ । ৬৪) ভারতের বৃহত্তম গম্বুজ– গোল গম্বুজ ।
৬৪) ভারতের বৃহত্তম গম্বুজ– গোল গম্বুজ । ৬৫) ভারতের দীর্ঘতম হিমবাহ– সিয়াচেন ।
৬৫) ভারতের দীর্ঘতম হিমবাহ– সিয়াচেন । ৬৬) ভারতের সর্বাপেক্ষা বেশি দিন মুখ্যমন্ত্রী – পবন কুমার চামলিং- সিকিম(২৪বছর ৪মাস) ।
৬৬) ভারতের সর্বাপেক্ষা বেশি দিন মুখ্যমন্ত্রী – পবন কুমার চামলিং- সিকিম(২৪বছর ৪মাস) । ৬৭) ভারতের সর্বাপেক্ষা বেশি জনাকীর্ণ শহর – কলকাতা ।
৬৭) ভারতের সর্বাপেক্ষা বেশি জনাকীর্ণ শহর – কলকাতা । ৬৮) ভারতের সর্বাপেক্ষা বেশি শিক্ষিতের হার – কেরল ।
৬৮) ভারতের সর্বাপেক্ষা বেশি শিক্ষিতের হার – কেরল । ৬৯) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন কাগজ কল – পশ্চিমবঙ্গ ।
৬৯) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন কাগজ কল – পশ্চিমবঙ্গ । ৭০) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত – আরাবল্লি ।
৭০) ভারতের সর্বাপেক্ষা প্রাচীন পর্বত – আরাবল্লি । ৭১) ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, মোতেরা, গুজরাট।
৭১) ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, মোতেরা, গুজরাট। ৭২) ভারতের উচ্চতম মূর্তি- স্ট্যাচু অফ ইউনিটি।
৭২) ভারতের উচ্চতম মূর্তি- স্ট্যাচু অফ ইউনিটি। ৭৩) ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ – গোবিন্দ বল্লভ পন্ট সাগর (রিহান্দ ড্যাম), উত্তর প্রদেশ এর শোনভদ্র,1962।
৭৩) ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ – গোবিন্দ বল্লভ পন্ট সাগর (রিহান্দ ড্যাম), উত্তর প্রদেশ এর শোনভদ্র,1962। ৭৪)ভারতের বৃহত্তম রেল স্টেশন- পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন (প্লাটফর্ম 23)(1901-1906)।
৭৪)ভারতের বৃহত্তম রেল স্টেশন- পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন (প্লাটফর্ম 23)(1901-1906)। ৭৫)-ভারতের বৃহত্তম পোস্ট অফিস- মুম্বাই জিপিও।
৭৫)-ভারতের বৃহত্তম পোস্ট অফিস- মুম্বাই জিপিও। ৭৬)-ভারতের বৃহত্তম জেলা – গুজরাটের কচ্ছ জেলা 45652 বর্গ কিলোমিটার।
৭৬)-ভারতের বৃহত্তম জেলা – গুজরাটের কচ্ছ জেলা 45652 বর্গ কিলোমিটার। ৭৭)-ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম – গোরক্ষপুর ( উত্তরপ্রদেশ), দৈর্ঘ্য 1366 মিটার। এটি বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ।
৭৭)-ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম – গোরক্ষপুর ( উত্তরপ্রদেশ), দৈর্ঘ্য 1366 মিটার। এটি বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম । ৭৮)-ভারতের বৃহত্তম নদীদ্বীপ- আসামের ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলী।
৭৮)-ভারতের বৃহত্তম নদীদ্বীপ- আসামের ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলী। ৭৯)-ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান- ভারতরত্ন।
৭৯)-ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান- ভারতরত্ন। ৮০)-ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান- পরম বীর চক্র।
৮০)-ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান- পরম বীর চক্র। ৮১)-ভারতের উচ্চতম বিমানবন্দর- কুশক বাকুলা রিমপোচে লেহ, লাদাখ।
৮১)-ভারতের উচ্চতম বিমানবন্দর- কুশক বাকুলা রিমপোচে লেহ, লাদাখ। ৮২)-রতের বৃহত্তম সমুদ্র বন্দর- জহরলাল নেহেরু বন্দর।
৮২)-রতের বৃহত্তম সমুদ্র বন্দর- জহরলাল নেহেরু বন্দর। ৮৩)-ভারতের বৃহত্তম নদী বন্দর হল- হলদিয়া বন্দর।
৮৩)-ভারতের বৃহত্তম নদী বন্দর হল- হলদিয়া বন্দর। ৮৪)-ভারতের গভীরতম বন্দর- বিশাখাপত্তনম।
৮৪)-ভারতের গভীরতম বন্দর- বিশাখাপত্তনম। ৮৫)-ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য- পশ্চিমবঙ্গের সুন্দরবন।
৮৫)-ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য- পশ্চিমবঙ্গের সুন্দরবন। ৮৬)-ভারতের বৃহত্তম উপনদী যমুনা।
৮৬)-ভারতের বৃহত্তম উপনদী যমুনা। ৮৭)-ভারতের উচ্চতম হ্রদ-গুরুদোংমার, উচ্চতা- 17800 ফুট।
৮৭)-ভারতের উচ্চতম হ্রদ-গুরুদোংমার, উচ্চতা- 17800 ফুট। ৮৮)-ভারতের বৃহত্তম উপহ্রদ - চিল্কা (ওড়িশা)।
৮৮)-ভারতের বৃহত্তম উপহ্রদ - চিল্কা (ওড়িশা)। ৮৯)-ভারতের বৃহত্তম স্বাদুজলের হ্রদ- উলার (জম্মু ও কাশ্মীর)।
৮৯)-ভারতের বৃহত্তম স্বাদুজলের হ্রদ- উলার (জম্মু ও কাশ্মীর)। ৯০)-ভারতের বৃহত্তম ইন্ডোর স্টেডিয়াম- দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম,সিট সংখ্যা14348(1-1-1982)।
৯০)-ভারতের বৃহত্তম ইন্ডোর স্টেডিয়াম- দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়াম,সিট সংখ্যা14348(1-1-1982)। ৯১)-ভারতের বৃহত্তম অ্যাকোরিয়াম এর নাম - বোম্বের তারাপুর।
৯১)-ভারতের বৃহত্তম অ্যাকোরিয়াম এর নাম - বোম্বের তারাপুর। ৯২)-ভারতের বৃহত্তম ন্যাশানাল পার্ক- হেমিস (লাদাখ)1981।
৯২)-ভারতের বৃহত্তম ন্যাশানাল পার্ক- হেমিস (লাদাখ)1981। ৯৩)-ভারতের বৃহত্তম তৈল শোধনাগার- জামনগর,গুজরাট।
৯৩)-ভারতের বৃহত্তম তৈল শোধনাগার- জামনগর,গুজরাট। ৯৪)-ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র- তেহেরি(উত্তরাখন্ড)।
৯৪)-ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র- তেহেরি(উত্তরাখন্ড)। ৯৫)-ভারতের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র- নারোরা,উত্তরপ্রদেশ।
৯৫)-ভারতের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র- নারোরা,উত্তরপ্রদেশ। ৯৬)-ভারতের বৃহত্তম পারমানবিক শক্তিকেন্দ্র- কুদানকুলাম(তামিলনাডু)।
৯৬)-ভারতের বৃহত্তম পারমানবিক শক্তিকেন্দ্র- কুদানকুলাম(তামিলনাডু)। ৯৭)-ভারতের বৃহত্তম নিউজপ্রিন্ট কাগজ উৎপাদন কেন্দ্র- নেপানগর(মধ্যপ্রদেশ)।
৯৭)-ভারতের বৃহত্তম নিউজপ্রিন্ট কাগজ উৎপাদন কেন্দ্র- নেপানগর(মধ্যপ্রদেশ)। ৯৮)-ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন 1947 স্থাপিত হলেও কাজ শুরু হয় 26/01/1950।
৯৮)-ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কারখানা- পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন 1947 স্থাপিত হলেও কাজ শুরু হয় 26/01/1950। ৯৯)-ভারতের বৃহত্তম আই.টি পার্ক- পুনে,রাজীব গান্ধী।
৯৯)-ভারতের বৃহত্তম আই.টি পার্ক- পুনে,রাজীব গান্ধী। ১০০)-ভারতের বৃহত্তম বসতবাড়ি- রাষ্ট্রপতি ভবন,130 হেক্টর,340 ঘর।
১০০)-ভারতের বৃহত্তম বসতবাড়ি- রাষ্ট্রপতি ভবন,130 হেক্টর,340 ঘর। ১০১)-ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা- টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি(TISCO),1907।
১০১)-ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা- টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি(TISCO),1907। ১০২)-ভারতের দীর্ঘতম যাত্রীবাহী পরিবাহী ট্রেন রুট- কন্যাকুমারী থেকে ডিব্রুগড়, 4282 K.M, ট্রেনের নাম- বিবেক এক্সপ্রেস।
১০২)-ভারতের দীর্ঘতম যাত্রীবাহী পরিবাহী ট্রেন রুট- কন্যাকুমারী থেকে ডিব্রুগড়, 4282 K.M, ট্রেনের নাম- বিবেক এক্সপ্রেস। ১০৩)-ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেল টানেল এবং অন্ধ্র প্রদেশের ভেঙ্কটচালাম ও ওবুলাভারপল্লীর মধ্যে ।
১০৩)-ভারতের দীর্ঘতম বৈদ্যুতিক রেল টানেল এবং অন্ধ্র প্রদেশের ভেঙ্কটচালাম ও ওবুলাভারপল্লীর মধ্যে । ১০৪)-ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান- রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার-1991-অর্থমূল্য-5লক্ষ টাকা।
১০৪)-ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান- রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার-1991-অর্থমূল্য-5লক্ষ টাকা। ১০৫)-ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান' জ্ঞানপীঠ পুরস্কার-1961।
১০৫)-ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান' জ্ঞানপীঠ পুরস্কার-1961। ১০৬) ভারতের দীর্ঘতম হ্রদ- ভেম্বানাদ হ্রদ ৯৬.৫ কিমি।
১০৬) ভারতের দীর্ঘতম হ্রদ- ভেম্বানাদ হ্রদ ৯৬.৫ কিমি। ১০৭) ভারতের উচ্চতম হ্রদ- সো লামহো ৫৩৩০ মিঃ।
১০৭) ভারতের উচ্চতম হ্রদ- সো লামহো ৫৩৩০ মিঃ। ১০৮) ভারতের গভীরতম হ্রদ- গোবিন্দ সাগর ১৬৩ মিটার।
১০৮) ভারতের গভীরতম হ্রদ- গোবিন্দ সাগর ১৬৩ মিটার। ১০৯) ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র- সিয়াচেন হিমবাহ।
১০৯) ভারতের উচ্চতম যুদ্ধক্ষেত্র- সিয়াচেন হিমবাহ। ১১০) ভারতের সিনেমার উচ্চতম সম্মান পুরস্কার - দাদা সাহেব ফালকে।
১১০) ভারতের সিনেমার উচ্চতম সম্মান পুরস্কার - দাদা সাহেব ফালকে। ১১১) ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
১১১) ভারতের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। ১১২) ভারতের বৃহত্তম ইন্ডোর স্টেডিয়াম- নিউ দিল্লী।
১১২) ভারতের বৃহত্তম ইন্ডোর স্টেডিয়াম- নিউ দিল্লী।